Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, ঈশ্বরদী, পাবনায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে উদ্যান ফসল যেমন- ফুল, ফল, সবজি, ঔষধি, মসলার চারা/কলম বিক্রয় করা হয়।


এক নজরে

পাবনা জেলার  অন্তরগত পদ্মা নদীর তীরে অবস্থিত ঈশ্বরদী একটি ঐতিহ্যবাহী  উপজেলা। এই উপজেলা থেকে সৃষ্টি হয়েছে পেঁপে বাদশা,ময়েজ কুল,কিতাব লিচু,বারী কপি,আমজাদ পেয়ারা,জাহিদ গাজর এবং নুরুন্নাহারের মত অনেক আদর্শ কৃষক। যারা কৃষিতে অসামান্য অবদান রাখার কারনে রাষ্ট্রপতি পুরষ্কার পেয়ে ঈশ্বরদীতে স্মরনীয় হয়ে আছেন। এই ঈশ্বরদী উপজেলার পৌর এলাকার  অত্যন্ত গুরুত্বপূর্ন একটি যায়গা আলহাজ্ব মোড় যার এক পার্শ্বে রয়েছে বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র ,বিনা, এটিআই,আরেক পার্শ্বে রয়েছে বাংলাদেশ ইক্ষু গবেষনা ইন্সস্টিটিউট,রেশম গবেষণাগার। হর্টিকালচার  সেন্টারটি    ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী এর অভ্যন্তরে এক মনোরম পরিবেশে ৭ একর জমির উপর অবস্থিত ।

            প্রতিষ্ঠানটি পাবনা জেলার  ঈশ্বরদী,চাটমোহর,নাটোর জেলার লালপুর,কুষ্টিয়া জেলার ভেড়ামারা সহ অন্যান্য এলাকার বিভিন্ন ফলজ শাক-সব্জী,বনজ,ঔষধী,মসলা,শোভবর্ধনকারী  গাছের চারা/কলম/বীজ/যথাযথ সরকারী নিয়মে উৎপাদন ও  বিতরন করে আসছে। অত্র সেন্টার  থেকে সরকারী ও এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদ্যান বিষায়ক বিভিন্ন পরামর্শ ও হতে কলমে প্রশিক্ষন দিয়ে আসছে।